চীন থেকে আমদানিকৃত ২০০ বিলিয়ন ডলার মূল্যের পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করার নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। শুল্ক আরোপের প্রয়োজনীয় প্রস্তুতি নিতে তিনি ইতিমধ্যেই হোয়াইট হাউসের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, চীনা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্কারোপের ঘোষণা দু’দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের আশঙ্কা আরো বাড়িয়ে দিয়েছে।
নাম গোপন রাখার শর্তে হোয়াইট হাউসের একজন কর্মকর্তা বলেন, ডনাল্ড ট্রাম্প আমদানিকৃত ২০০ বিলিয়ন ডলার মূল্যের চীনা পণ্যের ওপর নতুন শুল্ক আরোপ করার জন্য সহকারীদের নির্দেশ দিয়েছেন। তবে ট্রাম্পের এই নির্দেশ কখন কার্যকর হবে তা পরিষ্কার না। এ শুল্ক ২৫ শতাংশ পর্যন্ত হতে পারে। ডনাল্ড ট্রাম্প ইতিমধ্যেই ৫০০ বিলিয়ন ডলারের আমদানিকৃত চীনা পণ্যের ওপর শুল্ক আরোপ করেছেন। পাল্টা জবাবে চীনও মার্কিন পণ্যের ওপর অতিরিক্ত কর বসিয়েছে।
নতুন করে আবারো ট্রাম্পের শুল্ক আরোপের নির্দেশ দু’দেশের মধ্যে বাণিজ্য যুদ্ধের সম্ভাবনা আরো উস্কে দেবে বলে মনে করছেন বিশ্লেষকরা।