সাকিব আল হাসানের দেশে ফেরা নিয়ে গণমাধ্যমে যে খবর প্রচারিত হয়েছে তাতে ক্ষুব্ধ সাকিব আল হাসানের স্ত্রী উম্মে আহম্মদ শিশির। মঙ্গলবার দুপুরে নিজের ফেসবুক ভেরিফাইড আইডি ‘সাকিব উম্মে আল হাসান’ এ একটি পোস্টের মাধ্যমে সমালোচনা করেন তিনি।
শিশির বলেন, হলুদ সাংবাদিকতা অনেক ভালো। কোন কিছু না জেনে একটি স্টোরি তৈরী করা যায় এবং এতে করে অনেক বেশি ভিউয়ার পাওয়া যায়। এবং বিশেষ করে সেটা সাকিবের ক্ষেত্রে হলে অনেক বেশি ভালো হয়। আমার মেয়ে এশিয়া কাপ ক্রিকেটের অনেক আগে থেকেই অসুস্থ। আমরা ঢাকায় ফিরে যাচ্ছি না এটা সত্যি। আমাদের মনেও এমনটা নেই।
সাকিব ইনজুরি নিয়ে খেলছে এবং তার পাশে তার পরিবারের থাকা প্রয়োজন। তার পরিবারও দেশের জন্য অনেক কিছু ত্যাগ করছে। তারপরও দেশের শীর্ষ স্থানীয় গণমাধ্যমের এমন খবরে অবাক হই। সবকিছুর পরও আমি হলুদ সাংবাদিকতার বিরুদ্ধে।