মঙ্গলবার বিকালে যশোরের নওয়াপাড়া উপজেলা পাবলিক লাইব্রেরি মাঠে অনুষ্ঠিত হয় হিন্দু সম্প্রদায়ের আহবানে প্রায় ৮হাজার মানুষের গণ সমাবেশ। সমাবেশে জাতীয় সংসদের সাবেক হুইপ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আব্দুল ওহাবকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার প্রার্থী হিসাবে মনোনয়নের দাবি করা হয়।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে শেখ আব্দুল ওহাব বলেন, হিন্দুরা সংখ্যালঘু নয়। তারা এ দেশেরে আদি বাসিন্দা।
ইউনিয়ন আওয়ামী লীগ নেতা অধীর পাড়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন, পূজা উদযাপন পরিষদের নেতা জগদিশ শিকদার, অমল বিশ্বাস, ভারত মল্লিক, মহাদেব দাস, তাপস কুমার দাস, গবিন্দ দাস, দীনেশ বিশ্বাস, সমির কান্তি সরকার, ধনঞ্জয় সরকার,আনন্দ মোহন ধর, পরিমল কান্তি বিশ্বাস, বিজয় মল্লিক, লালাু বিশ্বাস, সেহাগ বিশ্বাস ,সঞ্জয় বিশ্বাস প্রমুখ। সমাবেশ শেষে একটি বৃহৎ মিছিল নওয়াপাড়া বাজার প্রদক্ষিণ করে।