হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ভ্যানের ধাক্কায় নভোএয়ারের একটি প্লেন ক্ষতিগ্রস্ত হয়েছে।
বৃহস্পতিবার ভোররাত ৩টার দিকে বিমানবন্দরের বে-১২ এ ঘটনা ঘটে।
নভোএয়ারের ম্যানেজার (বিজ্ঞাপন ও বিপণন) এ কে এম মাহফুজ আলম জানান, বিমানবন্দরের বে-১২ এ প্লেনটি রাখা ছিলো। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি টোয়িং ট্র্যাক্টর বে এরিয়া দিয়ে যাওয়ার সময় নভোএয়ারের প্লেনকে ধাক্কা দেয়। এতে প্লেনটির জানালা ও বডি ক্ষতিগ্রস্ত হয়।
নভোএয়ার কর্তৃপক্ষ জানায়, পুলিশের সহায়তায় ট্রাক্টরের চালককে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে সোপর্দ করা হয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা গ্রহণ ও ক্ষতিপূরণের জন্য বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে অভিযোগও করা হয়েছে।