অভয়নগরে উদীচী শিল্পীগোষ্ঠীর সম্মেলন অনুষ্ঠিত : সভাপতি সুনীল, সম্পাদক সুকুমার

“জনতার ঐক্য দানবের দম্ভ ভাঙবেই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের অভয়নগর উপজেলা শাখা উদীচী শিল্পীগোষ্ঠীর ১০ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সভাপতি সুনীল দাস ও সুকুমার ঘোষকে সাধারণ সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার সকাল ১০ টায় নওয়াপাড়া প্রেস ক্লাব চত্বরে জাতীয় ও সংগঠনের পতাকা উত্তোলনের মধ্যেদিয়ে সম্মেলনের উদ্বোধন হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে সম্মেলন অনুষ্ঠানের প্রথম অধিবেশনের সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ আব্দুল মতলেব সরদার। দ্বিতীয় অধিবেশনের সভাপতিত্ব করেন উদীচী শিল্পীগোষ্ঠী অভয়নগর শাখার সভাপতি সুনীল দাস। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ।

এ সময় প্রধান অতিথির বক্তব্য রাখেন, নওয়াপাড়া প্রেস ক্লাবের সভাপতি আসলাম হোসেন। প্রধান বক্তা ছিলেন, উদীচী শিল্পীগোষ্ঠী যশোরে জেলা সংসদের সভাপতি ডিএম শহিদুজ্জামান।

বিশেষ অতিথি ছিলেন উদীচী যশোর সংসদের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব, সহ-সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবীর ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মল্লিক।

এসময় আরও বক্তব্য রাখেন, নওয়াপাড়া হাইওয়ে থানার ওসি আতাউর রহমান, ডা. আতাহার হোসেন, রোটারীয়ান আব্দুল আজিজ সরদার প্রমুখ। পরে নবগঠিত কমিটির সভাপতি সুনীল দাস, সহ-সভাপতি চিন্ময় কুমার বিশ্বাস, উৎপল কুমার, আব্দুল মতলেব সরদার, এড. বিনয় কৃষ্ণ রায়, সাধারণ সম্পাদক সুকুমার ঘোষ, সহ-সাধারণ সম্পাদক দীপক কুমার পাড়ে, সুলতানা আরেফা মিতা, কোষাধ্যক্ষ মলয় কুমার সিংহ, সম্পাদক হাফিজুর রহমান, এস জেড মাসুদ তাজ, তাপস কুমার বিশ্বাস, লাবনী সাহা, ডিআর আনিসুর রহমান, উদয় শংকর বিশ্বাস, সদস্য নিপেন্দ্র নাথ সাহা, বিশ্বেস্বর মজুমদার, সাফিয়া খানম, তৃপ্তি রানী পাড়ে, পলাশ সেন, তপন কুমার রায়, মিন্টু রায়, মৃদুল পাড়ে, রীতা রানী দে সমন্বয়ে সাংগঠনিক সভার মধ্যদিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।