শিল্পগুরু এস এম সুলতানের জন্মবার্ষিকী উপলক্ষে যশোরে দু’দিন ব্যাপী শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করেছে চারুপুথি। বৃহস্পতিবার ও শুক্রবার (১৮-১৯ অক্টোবর) যশোরের প্রাচ্যসংঘে অনুষ্ঠিত হবে এ প্রতিযোগিতা।
বুধবার প্রাচ্যসংঘের সেমিনার হলে এক সাংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এসময় বক্তব্য রাখেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান, চারুপুথি’র পরিচালক এহসান প্রতীক, প্রাচ্যসংঘ’র প্রেসিডেন্ট মুস্তাক অাহম্মেদ পলাশ ও সেক্রেটারি মাসউদ জামান।
সম্মেলনে অারো জানানো হয়, অাগামি বছর এই অয়োজন যশোরে অনুষ্ঠিত হবে। বাংলাদেশসহ চারটি দেশ এই প্রতিযোগিতা ও প্রদর্শনীতে অংশ নেবে। ইতোমধ্যে ভারত, শ্রীলংকা ও নেপালের সাথে যোগাযোগ সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন যশোরের জেলা প্রশাসক মোঃ আব্দুল আওয়াল, সম্মানিত অতিথি হিসেবে থাকবেন যশোর পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম চাকলাদার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন এটিএন বাংলার প্রধান বার্তা সম্পাদক রুমি নোমান, মূখ্য আলোচক ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যক্ষ রশীদ আমিন। স্বাগত বক্তব্য রাখবেন প্রাচ্যসংঘের প্রতিষ্ঠাতা বেনজীন খান।