জমিজমা নিয়ে বিরোধের জের ধরে যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া ইউনিয়নের সাভারপাড়া ওয়ার্ডের সাবেক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসারাত গাজী(৫০)কে কুপিয়ে যখম করেছে প্রতিপক্ষ।
শনিবার রাত ৯টায় এ হামলার ঘটনা ঘটে।
আহতের চাচাতো ভাই শফিয়ার রহমান জানান, রাতে বাড়ি ফেরার পথে ৭/৮জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী ইসারাত গাজীকে সাভারপাড়ায় গ্রামে তার বাড়ির পাশে একটি ফাকা জায়গায় পেয়ে লাঠি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে যখম করে মৃত্যু ভেবে পালিয়ে যায়। আহতের গোগরানি শুনে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
চিকিৎসকেরা জানিয়েছেন, তার শরীর থেকে প্রচুর রক্ত ক্ষরণ হয়েছে। যে কারনে শরীরে রক্ত দেওয়া হচ্ছে।
শফিরার রহমান আরো জানান, সন্ত্রাসীরা ওই দিন সকালেও একবার তার বাড়িতে হামলা করে। এ সময়ে তারা ইসরাত আলীর কলেজ পড়ুয়া মেয়েকে পিটিয়ে যখম করে।
সংবাদ পেয়ে ওই রাতেই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমঙ্গীর হোসেন ঘটনাস্থলে ছুটে যান। তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় এখনো মামলা হয়নি। তবে সন্দেহ জনক আসামী আটকের চেষ্টা করা হচ্ছে।