কেশবপুরে বাল্যবিয়ের অপরাধে নিকাহ রেজিস্টারসহ ৪ জনের সাজা

যশোরের কেশবপুরে শনিবার রাতে আবারও ভ্রাম্যমান আদলতে বাল্য বিয়ের অপরাধে মেয়ের পিতা, বর ও বিবাহ রেজিস্টারসহ ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়েছে। এ নিয়ে গত দিনে বাল্য বিয়ের অপরাধে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১০ জনকে জেল ও জরিমান প্রদান করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের অফিস সুত্রে জানাগেছে, উপজেলার সাতবাড়িয়া গ্রামের মোহাম্মদ আলীর মেয়েকে (১৬) জাহানপুর গ্রামের আকামত আলীর ছেলে তোফাজ্জেল হোসেনের (২৪) সাথে বিয়ের অনুষ্ঠান থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান ৪ জনকে আটক পূর্বক ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ক্ষমতাবলে বর তোফাজ্জেল হোসেন ও নিকাহ রেজিষ্টার কাজী ইমরান হোসেনকে ২ বছর, মেয়ের পিতা মোহাম্মদ আলী ও বরের মামা হাজরাকাটি গ্রামের লিটন আলীকে ১ বছর করে সাজা প্রদান করেন।

নির্বাহী অফিসার মিজানূর রহমান বলেন, বিবাহ রেজিস্টারের কাগজপত্র জব্দ করা হয়েছে এবং তার লাইন্সেস বাতিলের সুপারিশ করা হবে।