বিকাল থেকে বিএনপি প্রার্থীদের মনোনয়ন চিঠি

আজ বিকাল থেকে বিএনপি প্রার্থীদের মনোনয়ন চিঠি দেয়া হবে। তবে কোন তালিকা দেয়া হবে না। একেকজনের নাম ডেকে দলীয় মনোনীত প্রার্থীদের এই চিঠি হাতে দেবে দলটি। আজ বরিশাল, খুলনা ও রাজশাহী বিভাগের প্রার্থীদের চিঠি দেয়া হবে। এরপর পর্যায়ক্রমে অন্যান্য বিভাগের প্রার্থীদের চূড়ান্ত মনোনয়ন চিঠি দেবে দলটি। বিএনপির প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

বিএনপির দলীয় সূত্র জানিয়েছে, রোববার সারারাত কাজ করে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন তারা।

বিএনপির গুলশান অফিস থেকে জানানো হয়েছে, বিকাল ৪টা থেকে তিন বিভাগের প্রার্থীদের চিঠি বিতরণ শুরু হবে। শুরুতে বরিশাল বিভাগ।

এরপর সন্ধ্যা ৬টায় রংপুর বিভাগ এবং রাত ৮ থেকে রাজশাহী বিভাগের চিঠি বিতরণ করা হবে।

তবে এর আগে গতকাল রাতে ভোলা-৩ আসনে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, ঝালকাঠি-২ আসন ইসরাত সুলতানা এলিন ভুট্টোর বিএনপির মনোনয়ন চিঠি পেয়েছেন। এছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপির চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস ও সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ মনোনয়ন চিঠি পেয়েছেন বলেও জানা গেছে।

এদিকে মনোনয়ন চিঠি নিতে ইতিমধ্যে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে হাজির হয়েছেন মনোনয়নপ্রত্যাশীরা। ইতিমধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গুলশানের কার্যালয়ে পৌঁছেছেন। দলের আরও কয়েকজন জ্যৈষ্ঠ নেতা রয়েছেন কার্যালয়ের ভেতরে।

বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের পাশাপাশি ড. কামাল হোসেনের নেতৃত্বে গঠিত জাতীয় ঐক্যফ্রন্টও এবার ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করার ঘোষণা দিয়েছে। তবে বিএনপি কতটি আসনে নিজেদের প্রার্থী দিচ্ছে আর কতটি আসন জোট শরিকদের জন্য ছাড়ছে সে বিষয়ে এখনো বিষয়ে আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি।