নারী বিশ্বকাপ বাছাইয়ে বাংলাদেশের লড়বে

আগামী ১০ এপ্রিল থাইল্যান্ডের বিপক্ষে শুরু হবে বাংলাদেশের নারী বিশ্বকাপ বাছাইয়ের মিশন, যা শেষ হবে ১৯ এপ্রিল পাকিস্তানের বিপক্ষে। শুক্রবার আইসিসি এই প্রতিযোগিতার সূচি প্রকাশ করেছে।

৯ এপ্রিল উদ্বোধনী দিনে স্বাগতিক পাকিস্তান গাদ্দাফি স্টেডিয়ামে আয়ারল্যান্ডের সঙ্গে খেলবে। একই দিন লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডের মুখোমুখি হবে।

১৫ ম্যাচের লিগ টুর্নামেন্টে সহযোগী দুই সদস্য স্কটল্যান্ড ও থাইল্যান্ডের সঙ্গে খেলবে চারটি পূর্ণ সদস্য বাংলাদেশ, আয়ারল্যান্ড, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে শীর্ষ দুটি দল খেলবে মূল পর্বে।

১০ দলের নারী চ্যাম্পিয়নশিপের শীর্ষ ছয় দেশ হিসেবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা ও ভারত আগেই বিশ্বকাপে খেলার যোগ্যতা লাভ করেছে।

মাঝে ১৩ এপ্রিল বাংলাদেশ গাদ্দাফি স্টেডিয়ামে খেলবে আয়ারল্যান্ডের বিপক্ষে। দুই দিন পর ১৫ এপ্রিল একই ভেন্যুতে তাদের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৭ এপ্রিল বাংলাদেশ খেলবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, লাহোর সিটি ক্রিকেট অ্যাসোসিয়েশনের মাঠে। পাকিস্তানের সঙ্গে লিগের শেষ ম্যাচটিও হবে একই ভেন্যুতে।