দুই সপ্তাহ মাঠের বাইরে সুয়ারেজ

দুই সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেলেন বার্সেলোনার ফরোয়ার্ড লুইস সুয়ারেজ। হাঁটুর ইনজুরিতে ভুগছেন তিনি। এই কারণে আগামীকাল (বুধবার) চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসভি ইন্ডহোভেনের বিপক্ষে মাঠে নামতে পারবেন না এই তারকা ফুটবলার। বুধবার বাংলাদেশ সময় রাত দুইটায় চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে পিএসভির মুখোমুখি হবে বার্সেলোনা। এই ম্যাচটিতে স্বাগতিক নেদারল্যান্ডসের ক্লাব পিএসভি।

আগামী ১১ ডিসেম্বর চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে টটেনহ্যামের মুখোমুখি হবে। এই ম্যাচেও সুয়ারেজ খেলতে পারবেন কি না তা নিয়ে শঙ্কা রয়েছে। টটেনহ্যামের বিপক্ষে স্বাগতিক বার্সেলোনা। অবশ্য গ্রুপ পর্বে দুইটি ম্যাচ বাকি থাকলেও চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা ইতোমধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে।

সুয়ারেজ বাদ পড়লেও পিএসভির বিপক্ষে দলে ফিরেছেন দলের অন্য দুই তারকা ফিলিপে কুতিনহো ও ইভান রাকিতিচ। দলে নেই জ্যাসপার কিলেসেন ও আর্থার। রাফিনহা মৌসুমের বাকি অংশ থেকে ছিটকে গেছেন। অন্যদিকে, ইনজুরিতে আছেন সার্জিও রবার্তো।

চ্যাম্পিয়ন্স লিগে ‘বি’ গ্রুপে এখন শীর্ষে রয়েছে বার্সেলোনা। চার ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১০। সাত পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ইন্টার মিলান। চার পয়েন্ট নিয়ে তৃতীয় অবস্থানে আছে টটেনহ্যাম। এক পয়েন্ট নিয়ে সবার নিচে আছে পিএসভি।