সিইসিসহ কমিশনারদের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট খারিজ

প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের অন্য চার কমিশনারকে নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করা রিট উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটকারী দেলোয়ার হোসেনের পক্ষে শুনানি করেন আইনজীবী ইউসুফ আলী। অন্যদিকে, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক টুটুল।

এর আগে গত ২৬ নভেম্বর প্রধান নির্বাচন কমিশনারসহ অন্য চার কমিশনারের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আবেদন দায়ের করা হয়। রিটে প্রধান নির্বাচন কমিশনার, চার নির্বাচন কমিশনার, আইন মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিবকে বিবাদী করা হয়।একইসঙ্গে রিট আবেদনে নির্বাচন কমিশনারদের নিয়োগ সংক্রান্ত গেজেট বাতিল চাওয়া হয়।

রিট দায়েরের পর আইনজীবী ইউসুফ আলী জানিয়েছিলেন, সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুসারে আইন প্রণয়ন করে এর বিধান সাপেক্ষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) সহ চারজন নির্বাচন কমিশনার নিয়োগ দিতে হবে। অথচ এখনও কোনও আইন ও বিধান হয়নি। এসব ব্যতিরেকে সিইসিসহ অপন্য নির্বাচন কমিশনারদের নিয়োগ দেওয়া হয়েছে।

তাই সংবিধানের ১১৮(১) অনুচ্ছেদের শর্ত পূরণ করে সিইসিসহ অন্য কমিশনারদের নিয়োগে বিবাদীদের নিষ্ক্রিয়তা কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারির আবেদন জানানো হয়।

আইনজীবী ইউসুফ আলী আরও জানান, সংবিধানের ১১৮(৪) অনুচ্ছেদে বলা আছে, নির্বাচন কমিশন দায়িত্ব পালনের ক্ষেত্রে স্বাধীন থাকবে এবং এই সংবিধান ও আইনের অধীনে হবে। স্বাধীন দায়িত্ব পালনের পূর্বাভিজ্ঞতা ব্যতিরেকে সিইসি হিসেবে কেএম নূরুল হুদাকে নিয়োগ দেওয়া হয়েছে। রিটে এই যুক্তি তুলে ধরা হয়।