শুনানিতে রুহুল আমিন হাওলাদারের মনোনয়ন বাতিল

জাতীয় পার্টির সাবেক মহাসচিব রুহুল আমিন হাওলাদারের মনোনয়নপত্র আপিল শুনানিতে বাতিল ঘোষণা করা হয়েছে। ঋণখেলাপীর দায়ে তার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

তিনি পটুয়াখালী-১ আসন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। এর আগে গত মঙ্গলবার দুপুরে হাওলাদারের পক্ষে আইনজীবী নজরুল ইসলাম আবেদন জমা দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ৩রা ডিসেম্বর জাতীয় পার্টির (জাপা) মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদারকে সরিয়ে দেয়া হয়। প্রেসিডিয়াম সদস্য মশিউর রহমান রাঙাকে নতুন মহাসচিব নিয়োগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।