বেনাপোল সীমান্ত থেকে ৮ টি স্বর্ণের বারসহ দুইজন পাচারকারীকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিকাল ৫ টার সময় বেনাপোলের রাজাপুর সীমান্ত থেকে স্বর্ণের বারসহ পাচারকারীদের আটক হয়।
আটককৃতরা হলো বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের আনিছুরের ছেলে রনি আক্তার ও শার্শার আমলা গ্রামের আমিরুলের ছেলে ইয়াকুব আলী।
৪৯ বিজিবি পুটখালী ক্যাম্পের সুবেদার লাবলুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর সীমান্তে অভিযান চালিয়ে দুইজন পাচারকারীকে দুইটি মোটরসাইকেল ও ৮ টি স্বর্ণের বার সহ আটক করা হয়। উদ্ধারকৃত স্বর্নের ওজন ৮ শ’ গ্রাম। যার মূল্য ৪০ লাখ টাকা। উদ্ধারকৃত স্বর্ণ ও পাচারকারীদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।