অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন : টিএস আইয়ূব

যশোর-৪ আসনে বিএনপি প্রার্থী ইঞ্জিনিয়ার টিএস আইয়ূব বলেছেন, আওয়ামী লীগ জনমতে বিশ্বাসী কোন দল নয়, তারা গায়ের জোরে রাজনীতি করতে চায়। তাদের প্রতিহিংসার রাজনীতিতে আজ মানবাধিকার ভুলুন্ঠিত, গণতন্ত্র নির্বাসিত। এ অবস্থায় অবরুদ্ধ গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষে ভোট দিন। ৩০ ডিসেম্বর ভোট বিপ্লবের মাধ্যমে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।

টিএস আইয়ূব শনিবার বাঘারপাড়া ও অভয়নগরে ধানের শীষের পক্ষে গণসংযোগকালে এ কথা বলেন। দিনভর ১০ টি পথসভায় যোগদেন।