বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে দুই বছরের জন্য রাজনীতি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছেন ঐক্যফ্রন্ট নেতা জাফরুল্লাহ চৌধুরী। বিএনপিতে নতুন নেতৃত্ব আনার পরামর্শ দিয়ে তিনি এও বলেছেন, নইলে বিপর্যয় কাটিয়ে উঠতে পারবে না দলটি।
একটি বেসরকারি টেলিভিশনে দেয়া সাক্ষাৎকারে এমন মত দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী।
গত ৩০ ডিসেম্বরের ভোটের সাড়ে ১৩ শতাংশ ভোট এবং আটটি আসন পায় বিএনপির নতুন জোট ঐক্যফ্রন্ট। দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি ভোটে আসে ঐক্যফ্রন্ট গঠনের পরপর। আর যুক্তরাজ্যে অবস্থানকারী তারেক রহমান দলের প্রার্থী মনোনয়নসহ বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালেদা জিয়া কারাগারে যাওয়ার পর থেকেই তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বানানো হয়।
একাদশ সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করা বিএনপি সংসদে যোগ দেওয়ার পক্ষে নয়। ঐক্যফ্রন্টের প্রধান নেতা ড. কামাল হোসেন অবশ্য চান, আট জন সংসদে গিয়ে কথা বলুক। তবে তারেক রহমান পক্ষে নন বলেই গণমাধ্যমে খবর এসেছে।
এই অবস্থায় জাফরুল্লাহ চৌধুরী মনে করেন, তারেক রহমান রাজনীতি থেকে দূরে থাকলে বিএনপির পক্ষে ঘুরে দাঁড়ানো সম্ভব হবে। তিনি চান দুটি বছর নতুন নেতৃত্বে চলুক বিএনপি। এরপর ফিরতে পারেন জিয়াউর রহমান পুত্র।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘আমি তো মনে করি তারেক রহমানের দুই বছরের জন্য অব্যাহতি নেয়া উচিত। উনি ওখানে বসে একটা মাস্টার ডিগ্রি করুন। পরে আসলে উনি দায়িত্ব নিতে পারবেন।’
নতুন নেতৃত্ব ছাড়া বিএনপিকে পুনরুজ্জীবিত করা যাবে না বলেও মনে করেন গণস্বাস্থ্যকেন্দ্রের প্রতিষ্ঠাতা। সেই সঙ্গে দলের ভেতরে গণতন্ত্র চর্চারও পরামর্শ দিয়েছেন তিনি। বলেন, ‘গণতান্ত্রিক প্রক্রিয়াতে পার্টির অভ্যন্তরে না থাকলে পার্টির জাগরণ হয় না।’