যশোরে বখাটের লাঠির আঘাতে শিক্ষার্থী খুন, লাশ নিয়ে বিক্ষোভ

যশোরের ঝিকরগাছায় গাজীর দরগা মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র সোলাইমান হোসেন সুমনের খুনিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে লাশ নিয়ে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে তারা বিক্ষোভ করে। প্রায় দুই ঘন্টা ধরে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রাখে। এতে রাস্তায় শত শত যানবাহন আটকা পড়ে। ভোগান্তির শিকার হয় হাজার হাজার যাত্রী।

রোববার রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গাজীর দরগাহ মাদ্রাসা এলাকার এক বখাটের সাথে সুমনের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই বখাটের লাঠির আঘাতে সুমন গুরুতর আহত হয়। এলাকাবাসী সুমনকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। রাতে সে মারা যায়। সোমবার দুপুর ১২টার দিকে সুমনের লাশ মাদ্রাসা এলাকায় পৌছালে শিক্ষার্থীরা লাশ নিয়ে যশোর-বেনাপোল সড়ক অবরোধ করে হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।