যশোরে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার

সোমবার সন্ধ্যায় যশোর শহরতলীর ধর্মতলা এলাকা থেকে তিশা (৮) নামে এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার হয়েছে। স্থানীয় বাসিন্দা ইজিবাইকচালক তরিকুল ইসলামের মেয়ে তৃষা রোববার বিকালে খেলার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হবার পর নিখোঁজ হয়। এদিকে এ ঘটনার পর নিহতের প্রতিবেশি এক পরিবার গা-ঢাকা দিয়েছে। পুলিশের ধারণা, হত্যার ঘটনার সঙ্গে এর যোগসূত্র রয়েছে।

নিহত তিশার মা জোসনা জানান, রোববার বিকেলে আরবি পড়ে বাসায় ফেরে তিশা। এরপর খেলতে বের হয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হয় সে। গত চব্বিশ ঘন্টায় মাইকিংসহ সম্ভাব্য স্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান মেলেনি। সোমবার সন্ধ্যায় হরশিতের বাড়ির পেছনের ডোবায় তার বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ সেখানে যায়।

এদিকে এলাকাবাসি জানায়, তিশা নিখোঁজের পর থেকে হরশিতের বাড়ির ভাড়াটিয়া শামীমের আচরণ ছিল সন্দেহজনক। সোমবার সকালে সে স্ত্রীকে নিয়ে আত্মগোপন করে।

ঘটনাস্থলে উপস্থিত কোতয়ালি থানার পরিদর্শক (অপারেশন) শামসুদ্দোহা জানান, পুলিশ হত্যার কারণ ও খুনিদের সনাক্ত করতে কাজ করছে। এক্ষেত্রে নিহতের প্রতিবেশি দম্পতির রহস্যজনকভাবে গা-ঢাকার বিষয়টিও খতিয়ে দেখছে।