বহু বছর পর ১৫ কোটি টাকা ব্যয়ে যশোরের উপশহর ইউনিয়নের রাস্তা, কালভার্ট ও ড্রেনের কাজ শুরু হতে চলেছে। জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের অর্থায়নে উপশহর হাউজিং এস্টেট আগামী সপ্তাহ থেকে এই কাজ শুরু করবেন বলে জানান উপ-বিভাগীয় প্রকৌশলী দীপক কুমার সরকার। কাজ সম্পন্ন হলে উপশহরবাসীর দীর্ঘদিনের চলমান কষ্ট লাঘোব হবে।
উপশহর হাউজিং এস্টেট সূত্রে জানা গেছে, উপশহর এলাকায় ১২টি সেক্টর ও ৮টি ওয়ার্ডে রাস্তা, ড্রেন, ও কালভাট দীর্ঘ ৪০ বছর ধরে মেরামর না করার কারণে বর্তমানে ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। ফলে এলাকা বর্ষার পানিতে ঢুবে যায়, মানুষকে কষ্টে হাঁটা চলা করতে হয়। এ সড়ক, কলভার্ট এবং ড্রেন নির্মানের দাবি জানিয়ে আসছিলো চেয়ারম্যানের নেতৃত্বে এলাকাবাসী। পরে ২০১৬ সালে উপজেলা চেয়ারম্যানের কাছে এলাকাবাসী স্মারকলিপি জমা দেয়। তখন উপজেলা চেয়ারম্যান শাহীন চাকলাদার দফায় দফায় উপ-বিভাগীয় প্রকৌশলী দিপক কুমার সরকারের সাথে কথা বলেন। পরে এ বিষয়ে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের কাছে আবেদন জানায় উপ-বিভাগীয় প্রকৌশলী দিপক কুমার সরকার। এর প্রেক্ষিতে ২০১৮-১৯ অর্থ বছরে ড্রেন, রাস্তা ও ৫৫টি কালভাট নির্মাণের জন্য ১৫ কোটি টাকা বরাদ্দ দেন। টাকা হতে পেয়ে চলতি বছরের জানুয়ারিতে টেন্ডারের মাধ্যমে ঠিকাদারকে কাজ বুঝিয়ে দেওয়া হয়। ঠিকাদার আগামী সপ্তাহ থেকে এলাকায় কাজ শুরু করবেন বলে জানা গেছে।
এলাকাবাসী জানান, বাড়ির সামনে উপশহর হাউজিং এস্টেটের ১০ ফিট জায়গা বাসবাসকারী ব্যবহার করতে পারবেন। কিন্তু অনেক বাড়ির সামনে রাস্তার জায়গা ছাড়াও কিছু জায়গা বাড়তি রয়েছে। সে জায়গা সংশ্লিষ্ট বাড়ির মালিক বরাদ্দের জন্য আবেদন করেছে। কিন্তু নিয়ম না থাকায় সে জায়গা বাড়ির মালিকদের বরাদ্দ দেয়নি জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। ফলে বাড়ি নিরাপত্তা ও অবৈধ লোক সে জায়গা দখল করতে না পারে সে জন্য সংশ্লিষ্ট বাড়ির মালিকরা বর্ধিত জায়গা দখল করে ভোগ করে আসছেন। কিন্তু উন্নয়নের জন্য সেই বাড়তি জায়গা ভেঙ্গে দেওয়ার জন্য নোটিশ করা হয়েছে।
এ ব্যাপারে উপ-বিভাগীয় প্রকৌশলী দিপক কুমার সরকার জানান, আগামী সপ্তাহ থেকে এলাকা উন্নয়নের কাজ শুরু হতে যাচ্ছে।