যশোরের মনিরামপুরে নদীতে অজ্ঞাত যুবকের লাশ

যশোরের মনিরামপুরের মুক্তেশ্বরী নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ৭ টার দিকে উপজেলার টেকারঘাট ব্রিজের নিচ থেকে এ লাশ উদ্ধার করা হয়।

উপ-পরিদর্শক (এসআই) শেখ আক্তারুল ইসলাম জানান, বিকেলে ওই ব্রিজের নিচে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দিলে রাত সাড়ে ৭ টার দিকে ওই লাশ উদ্ধার করে থানায় আনা হয়। অজ্ঞাত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে। লাশের মাথার ডান পাশে কানের কাছে কয়েকটি আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে ২/৩ দিন আগে দূর্বৃত্তরা মেরে নদীতে ফেলে রেখেছে।