বেনাপোলে বাজার কমিটির কার্যলয়ের কঙ্কাল সন্দেহে খুড়া খুড়ি

বেনাপোল বাজার কমিটির কার্যালয়ে নিখোজ দুই ব্যাক্তির লাশের কঙ্কাল উদ্ধারের জন্য দির্ঘ ৬ ঘন্টা অভিযান চালিয়ে কঙ্কাল উদ্ধার হয়নি।

মঙ্গলবার বেলা ২ টা থেকে আদালতের নির্দেশনা অনুযায়ী রাত ৮ পর্যন্ত বেনাপোল বাজার কমিটির কার্যালয়ে সিআইডির এ এসপি উত্তম কুমারের নেতৃত্বের ৬ সদস্যর প্রতিনিধি দল ও একজন ম্যাজিষ্ট্রেট ও বেনাপোল পোর্ট থানার পুলিশ এর সহযোগিতায় প্রায় একটানা ৬ ঘন্টা অভিযান চালানো হয়।

সরেজমিনে দেখা গেছে, বাজার কামিটির কার্যালয়ের দক্ষিনপার্শ্বে জানালা পাশ থেকে প্রায় উত্তর দিক পর্যন্ত ৭ ফুট খনন করা হয়। খননের গভীরতা প্রায় আনুমানিক ৬ ফুট। দির্ঘ সময় এ অভিযান চালালে ও শেষ পর্যান্ত কোন লাশের কঙ্কাল উদ্ধার হয়নি।

বেনাপোলবাসীর দির্ঘদিনের প্রতিক্ষা সাবেক বেনাপোল পৌর কাউন্সিলার ছাত্রলীগের সাবেক সভাপতির নিখোজ তারিকুল আলম তুহিনের হয়ত কঙ্কাল উদ্ধার হবে। তুহিন ২০১৩ সালের ৭ মার্চ ঢাকা ন্যাম ভবনের সামনে থেকে নিখোজ হয়। কিন্তু এ পর্যন্ত তার কোন খোজ পাওয়া যায়নি। স্থানীয় জনগন প্রশাসনকে গর্ত খোড়ার কাজে সার্বিক সহযোগিতা করেন।

সিআইডির এক কর্মকর্তা বলেন, আমরা দুটি লাশের কঙ্কালের তথ্য পেয়েছি। বেনাপোল এলাকার দুইজন ব্যাক্তি ৬ মাসের ব্যবধানে নিখোঁজ হয়েছে। সেই সুত্র ধরে আমরা চেষ্টা করছি লাশের কঙ্কাল উদ্ধারের।

মেঝে খোড়ার কাজ শেষে ম্যাজিষ্ট্রেট কাওছার হাবিব বলেন, আমরা আদালতের নির্দেশনা অনুযায়ী মিছিং তুহিনের কঙ্কাল খোজ করে কিছু পাইনি। দুপুর ২ টা থেকে আমরা কার্যক্রম শুরু করে কোন কিছু না পেয়ে আপাতত কার্যক্রম বন্ধ করলাম। পরবর্তীতে আদালতের নির্দেশনা পেলে সেই অনুযায়ী আমরা আবার কার্যক্রম শুরু করব। আপাতত তালা মেরে আমরা ঘরের চাবি বাজার কামিটির কাছে হস্তান্তর করছি।

এ সময় প্রশাসনের সাথে স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক ও গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।