ঝিনাইদহ মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংবাদ সম্মেলন

ঝিনাইদহের মহেশপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত উপজেলা কমিটিকে ঘিরে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে সংগঠনটির দুই পক্ষ। মঙ্গলবার (০৮ জুলাই) সকালে উপজেলার ডাকবাংলো মিলনায়তনে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান ব্যাখ্যা করেন উপজেলা কমিটির নেতারা।

সংগঠনের আহ্বায়ক হামিদুর রহমান রানা তার বিরুদ্ধে ওঠা পুকুর খনন, চাল বাণিজ্য, বালু ব্যবসা ও গরুর হাটে চাঁদাবাজির অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করে বলেন, “এসব মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত, একটি মহল রাজনৈতিকভাবে আমাকে হেয় করার চেষ্টা করছে।”

সংবাদ সম্মেলন থেকে দাবী করা হয়, পুকুর খননে যার নাম এসেছে তার সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। জিআরের চাল বরাদ্দ ছিল রাস্তার জন্য, কোনো বাণিজ্য হয়নি। বালু ব্যবসা ও হাট চাঁদাবাজির অভিযোগও নাকচ করে দেন তিনি।

সংগঠনের নেতারা বলেন, ৩ জুলাই সংবাদ সম্মেলন করে যে পক্ষ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করেছে, তারা অবৈধভাবে এবং ষড়যন্ত্রমূলকভাবে তা করেছে। এসব অভিযোগের বিরুদ্ধে তারা আইনি ব্যবস্থা নেবেন বলেও জানান।