নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় মুসলিম অভিবাসনকে দায়ী করে বিতর্কিত মন্তব্যের জেরে ডিম হামলার শিকার হয়েছেন অস্ট্রেলিয়ার কট্টর ডানপন্থী এক সিনেটর। শুক্রবার ক্রাইস্টচার্চের দুটি মসজিদে হামলার পর আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে এক তরুণ অস্ট্রেলিয়ার ওই সিনেটরের মাথায় ডিম ভাঙেন।
অভিবাসনের কারণে ক্রাইস্টচার্চে মসজিদে হামলায় ৪৯ জনের প্রাণ গেছে বলে মন্তব্য করে বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনার মুখে পড়েন অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের সিনেটর ফ্রাজার অ্যানিং। তীব্র সমালোচনার মাঝেই মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে কথা বলার সময় সিনেটর ফ্রাজারের মাথায় ডিম দিয়ে আঘাত করেন অজ্ঞাত এক তরুণ।
মাথায় ডিমের আঘাত আসার পর ওই তরুণকে ঘুষি মারেন সিনেটর ফ্রাজার। পরে নিরাপত্তাবাহিনীর সদস্যরা তাকে থামান এবং তরুণকে আটক করেন।
শুক্রবার এক বিবৃতিতে ফ্রাজার অ্যানিং বলেছিলেন, নিউজিল্যান্ডের দক্ষিণাঞ্চলের ক্রাইস্টচার্চে হামলায় ৪৯ জনের প্রাণ গেছে। এই হামলা দেশটিতে মুসলিম অভিবাসনের ফল।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন সিনেটর অ্যানিংয়ের মন্তব্যকে ‘মর্মান্তিক’ এবং ‘কুৎসিত’ হিসেবে অভিহিত করে বলেছেন, অস্ট্রেলিয়ায় এ ধরনের চিন্তা-ভাবনার কোনো জায়গা নেই।
Someone has just slapped an egg on the back of Australian Senator Fraser Anning's head, who immediately turned around and punched him in the face. @politicsabc @abcnews pic.twitter.com/HkDZe2rn0X
— Henry Belot (@Henry_Belot) March 16, 2019
https://platform.twitter.com/widgets.js