যশোরে পৃথক প্রতিপক্ষের হামলায় দুই জন জখম হয়েছেন। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন, ঝিকরগাছা উপজেলার খাইরুল ইসলামের স্ত্রী পারুল বেগম (৪৫), তার ছেলে তানভির হাসান রাবিক (১৮)।
আহত রাকিব জানিয়েছেন, তাদের সাথে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিবেশি ইকবাল হোসেন নামে এক ব্যক্তিদের বিরোধ চলে আসছিলো। মঙ্গলবার সকাল সাত টার দিকে ইকবাল হোসেনের নেতৃত্বে সৈকত, বিকো, মোমিন, শাহেব আলীসহ ৯-১০ জন তাদের বাড়িতে হামলা করে তার মা পারুল বেগমকে পিটিয়ে জখম করে। এ সময় তিনি বাধা দিতে এলে হামলাকারীরা তাকেও পিটিয়ে জখম করে পালিয়ে যায়। পরে পরিবারের অন্যে সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।