কোটচাঁদপুরে ইজিবাইকের ধাক্কায় আহত ব্যক্তির মৃত্যু

ঝিনাইদহের কোটচাঁদপুরে ইজিবাইকের ধাক্কায় আহত আবু তালেব (৪০) এর মৃত্যু হয়েছে। তিনি কোটচাঁদপুর কেন্দ্রীয় বাস স্ট্যান্ড এলাকার সানাউল্লাহ ছেলে।

মৃতের স্বজন সূত্র জানিয়েছে, সোমবার সকাল ১১টার দিকে আবু তালেব বাড়ির সামনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় একটি ইজিবাইক তাকে ধাক্কাদেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কোটচাঁদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে তার অবস্থার অবনতি হতে মঙ্গলবার সকাল ১০ টার দিকে তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন দুপুর ১২ টার দিকে তার মৃত্যু হয়।