যশোরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে চাঁদাবাজি

যশোরে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির পরিচয়ে চাঁদাবাজি শুরু হয়েছে। রোববার দুপুরে যশোর সহকারী পোস্ট মাস্টার জেনারেলকে ফোন দিয়ে চাঁদার দাবি করা হয়। তবে এ ঘটনাটি যশোরের অতিরিক্ত পুলিশ সুপার আনছার আলীকে অবহিত করা হয়েছে।

যশোর সহকারী পোস্ট মাস্টার জেনারেল মিরাজুল হক জানান, তার ব্যবহৃত মোবাইল নাম্বারে দুপুর ১২টা ৩২ মিনিটে ০১৭৬০০৭৯০১৯ নাম্বার থেকে ফোন আসে। ফোনটি রিসিভ করার পর অপর প্রান্ত থেকে পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা হাতকাটা বিপ্লব বলে পরিচয় দেয়। এরপর তিনি সহকারী পোস্ট মাস্টার জেনারেল মিরাজুল হক পরিচয় জানান।

তিনি বলেন, আমি তার কথা আচ করতে পেরে আর কথা বাড়াতে দেয়নি। সাথে সাথে ফোনটি কেটে দিই। পরে ঘটনাটি যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আনছার আলীকে জানায়।