ফেনির সোনাগাজি মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে পুড়িয়ে হত্যার ঘটনায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন করা হয়েছে যশোরে।
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট যশোর জেলা শাখা বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে এই মানববন্ধন করে। মানববন্ধন থেকে নুসরাতকে পুড়িয়ে মারার পরিকল্পনার সাথে জড়িতদেরও আটক ও বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়।