ঝিনাইদহের পিকআপ উল্টে নিহত ১,আহত ৩

ঝিনাইদহের বিষয়খালীর খড়িখালী নামকস্থানে সবজি বোঝাই পিকআপ নিয়ন্ত্রন হারিয়ে গাছে ধাক্কা দিয়ে উল্টে আনিচুর রহমান(৩২) নামের এক সবজি ব্যবসায়ী ঘটনাস্থলে নিহত হয়। আহত হয় গাড়ির চালকসহ তিন জন।

ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান জানান, বগুড়া থেকে মিষ্টি কুমড়া নিয়ে যশোর -ড-১১-১১৯৯ নাম্বার এর একটি পিকআপ খুলনা যাবার পথে শনিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালীর খড়িখালী নামকস্থানে নিয়ন্ত্রণ হারিয়ে কড়ই গাছে আঘাত করলে ঘটনাস্থলে সবজি ব্যবসায়ী আনিচুর রহমান নিহত হয়। আহত হয় অন্তত তিনজন।

নিহত আনিচুর রহমান যশোর বাঘারপাড়া উপজেলার দোহাকোলা গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গেরাখা হয়েছে।আহতরা হাসপাতালে চিকিৎসাধীন আছে।