চৌগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে আলোচনা সভা ও পুরুস্কার বিতরণ

যশোরের চৌগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহে আলোচনা সভা, শিক্ষার্থীদের হাতের লেখা, চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরুস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১০মে) বেলা ১১টায় উপজেলা পরিষদে এই আলোচনা সভা ও পুরুস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা সুলতানা।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক চৌগাছা সদর ইউপি চেয়ারম্যান এমএ সালাম, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা গোলাম মোরশেদ, চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মাওলানা নূরুজ্জামান আল মামুন, সহকারী সেক্রেটারী মাস্টার কামাল আহমেদ, ইউআরসি ইন্সট্রাক্টর আজহারুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হুদা, মাজালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন প্রমুখ।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সাইফুর রহমান, নিছার আলী, হায়দার আলী রাশেদুল ইসলামসহ সহকারী শিক্ষা কর্মকর্তাবৃন্দ, উপজেলার ১৩৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ, অভিভাবক ও প্রতিযোগিতায় অংশগ্রহনকারী শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরুস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।