যশোরে বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত,‌ চালক আটক

road accident

যশোর মনিরামপুর সড়কের মনিরামপুর ডিগ্রী কলেজের সামনে বাসের ধাক্কায় দুই ভ্যান যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩জন। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাদেরকে মনিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুর দেড়টার দিকে মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে। মনিরামপুর পুলিশ ঘাতক বাস ও তার চালক আব্দুল গণিকে আটক করেছে।

নিহতরা হচ্ছে,যশোরের মণিরামপুর উপজেলার জয়পুর গ্রামের নাজমুল হোসেন (৪০) ও গাইবান্ধার শেখহাটি উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের রতন হোসেন (২৭)।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে মণিরামপুর থানার অফিসার ইনচার্জ শেখ বাবলুর খান জানান, সাতক্ষীরা থেকে যশোরগামী একটি যাত্রীবাহী বাস মণিরামপুর ডিগ্রি কলেজের সামনে পৌঁছালে যাত্রীবাহী ভ্যানের পিছন থেকে ধাক্কা দেয়। এতে করে বাসের চাকায় পিষ্ট হয়ে ভ্যান চালক নাজমুল হোসেন ও যাত্রী রতন হোসেন ঘটনাস্থলে মারা যান।

আহত হন ভ্যানে থাকা ৩ যাত্রী। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাদেরকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে দেওয়া হয়। খবর পেয়ে মনিরামপুর থানার পুলিশ হাইওয়ে পুলিশের সহায়তায় বেগারিতলা নামকস্থানে গতিরোধ করে বাস ও চালক আব্দুল গনিকে আটক করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান মনিরামপুর থানার অফিসার ইনচার্জ বাবলুর রহমান খান।