গ্লোবাল সুপার লিগ খেলবেন সাকিব

বাংলাদেশের প্রতিনিধিত্ব করা রংপুর রাইডার্সের হয়ে খেলার কথা ছিল, নানা কারণে সেটি সম্ভব হয়নি। তবে টাইগার তারকা অলরাউন্ডার খেলবেন গ্লোবাল সুপার লিগ। তাকে দলে টেনেছে দুবাই ক্যাপিটালস।

ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি বা আইএলটি-টোয়েন্টির চ্যাম্পিয়ন দলটি এক ফেসবুক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছে। দক্ষিণ আফ্রিকার কেশভ মহারাজের বদলে সাকিবকে দলে ভিড়িয়েছেন ফ্র‌্যাঞ্চাইজিটি।

এবারের গ্লোবাল সুপার লিগে অংশ নেবে ৫টি দল। তাদের মধ্যে আছে বাংলাদেশের রংপুর। এই টুর্নামেন্টে খেলবে সেন্ট্রাল স্ট্যাগ, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স, হোবার্ট হারিকেনস ও দুবাই ক্যাপিটালস।

জিএসএলের এবারের আসর শুরু হচ্ছে জুলাইয়ের দ্বিতীয় সপ্তাহে। অংশগ্রহণকারী প্রতিটি দল লিগ পর্বে চারটি করে ম্যাচ খেলবে। এরপর শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১৮ জুলাই।

সূচি অনুযায়ী, ১০ জুলাই সেন্ট্রাল স্ট্যাগসের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে নামবে দুবাই ক্যাপিটালস। পরের ম্যাচ ১১ জুলাই হোবার্ট হারিকেন্সের বিপক্ষে। ১৩ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে। ১৬ জুলাই গ্রুপ পর্বের শেষ ম্যাচে সাকিবদের প্রতিপক্ষ রংপুর।