ফাইল ছবি
ইস্টার সানডের প্রার্থনার সময় শ্রীলঙ্কায় বোমা হামলায় বহু হতাহতের ঘটনায় তীব্র নিন্দা এবং গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
এক শোকবার্তায় রাষ্ট্রপতি নিহতদের আত্মার শান্তি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন এবং শ্রীলঙ্কা সরকার ও জনগণের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন বলে রোববার বঙ্গভবনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
রোববার সকালে ইস্টার সানডের প্রার্থনা চলাকালে কলম্বো ও আশপাশের এলাকার তিনটি গির্জায় বিস্ফোরণ ঘটে। একই সময়ে বোমা হামলা হয় তিনটি পাঁচতারা হোটেলে।
এরপর দুপুরে একটি হোটেলসহ আরও দুটি জায়গায় বিস্ফোরণের খবর জানায় কলম্বো পুলিশ।
বার্তা সংস্থা রয়টার্স এসব হামলায় ১৩৮ জনের মৃত্যুর খবর দিয়েছে। তবে স্থানীয় গণমাধ্যমগুলো বলছে, নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।