ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবসে যশোরে আলোচনা সভা

ঐতিহাসিক খাপড়া ওয়ার্ড দিবস উপলক্ষে বুধবার দুপুরে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট যশোর জেলা কমিটির উদ্যোগে দিবসটি পালিত হয়। জেলা সভাপতি আবদুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা সহ-সভাপতি আশুতোষ বিশ্বাস, সদর থানার সহ-সভাপতি আব্দুর রাজ্জাক মাস্টার ও জাতীয় ছাত্রদল যশোর জেলার যুগ্ম-আহ্বায়ক সেজুতি শাকিলা প্রমুখ।

সভাটি পরিচালনা করেন জেলা সহ-সাধারণ সম্পাদক কামরুল হক লিকু।

উল্লেখ্য, ১৯৫০ সালের ২৪ এপ্রিল দেশের গণতান্ত্রিক আন্দোলনের জন্য একটি স্মরণীয় দিন। এ দিনটি হলো প্রকৃত স্বাধীনতা, গণতন্ত্র ও জাতীয় মুক্তির জন্য শোষণ বঞ্চনার বিরুদ্ধে মুক্তি অর্জনের জন্য আত্মত্যাগের এক মহাকাব্য রচনার দিন, আত্মউৎসর্গ করার এক সুমহান গৌরবোজ্জল ইতিহাস সৃষ্টির দিন। আর তথাকথিত স্বাধীনতা, গণতন্ত্রের নামে প্রতারকদের অমানবিক, স্বৈরাচারী বর্বরতার চরিত্রকে উন্মোচন করে, সকল অত্যাচার-নিপীড়ন ও দাসত্বের ভ্রুকুটির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সমগ্র শোষিত নিপীড়িত জনগণকে সংগ্রামে উদ্বেলিত করার দিন এবং প্রতিবাদের পথে অগ্রসর করার এক সুমহান দৃষ্টান্ত।