কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণের দাবিতে স্মারকলিপি প্রদান

ধানসহ কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, ভবদহ স্লুইসগেট উচ্ছেদ এবং জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধানরে দাবিতে বুধবার দুপুরে মিছিল সহকারে মনিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতির দেশব্যাপি কর্মসূচির অংশ হিসেবে মনিরামপুর উপজেলা কমিটির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি প্রদান করে। স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের ওই অঞ্চলের নেতৃবৃন্দ।

স্মারকলিপিটি গ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী।

তিনি নেতৃবৃন্দের কাছ থেকে মৌখিকভাবে স্মারকলিপির বিষয়বস্তু সম্পর্কে অবহিত হন।

তিনি নেতৃবৃন্দকে অবহিত করেন যে, স্মারকলিপি প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়ে দেবেন। তিনি নদ-নদী দখল-দূষণ মুক্ত করতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা সভাপতি পরিতোষ দেবনাথ, সাধারণ সম্পাদক আশিষ গাইন প্রমুখ।