যশোরের মনিরামপুরে ২৩ শিবিরকর্মী আটক

যশোরের মনিরামপুর থানা পুলিশ অভিযান চালিয়ে স্থানীয় হায়াতপুর শাহাপুর হাফেজিয়া মাদ্রাসা থেকে ইসলামী ছাত্র শিবিরের ২৩ কর্মীকে আটক করেছে। আটককৃতরা মাদ্রাসার একটি ঘরে বসে সরকার বিরোধী মিটিং করছিল বলে পুলিশ জানিয়েছে। আটককৃতদের কাছ থেকে ৬ টি আপত্তিকর বই ও ৪ টি লাল কসটেপ পেচানো বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করা হয়।

মনিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, তারা গোপন খবর পান শুক্রবার সকালে শাহাপুর হাফেজিয়া মাদ্রাসার একটি ঘরে ২৩ জন শিবিরকর্মী সরকার বিরোধী গোপন মিটিং করছে। এখবরের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এসময় পুলিশি উপস্থিতি টের পেয়ে শিবিরকর্মীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু পুলিশ পুরো মাদ্রাসা ঘিরে ফেলায় শিবিরকর্মীরা পালাতে ব্যর্থ হয়। আটককৃতদের কাছ থেকে পুলিশ ৬ টি আপত্তিকর বই ও ৪ টি লাল কসটেপ পেচানো বোমা সাদৃশ্য বস্তু উদ্ধার করে।

ওসি আরো জানান, প্রাথমিক তদন্তে জানা যায়, আটককৃত শিবিরকর্মীরা অন্তর্ঘাত মূলক কাজের মাধ্যমে নাশকতার সৃষ্টির লক্ষে গোপন বৈঠক করছিল।