যশোরের অভয়নগরে নবনির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক শাহ ফরিদ জাহাঙ্গীর’র সাথে যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের (জেডিইউজে) অভয়নগর উপজেলা ইউনিটের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় নওয়াপড়া বাজারে হাজী ইদ্রিস আলী মার্কেটের অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ইউনিয়নের প্রধান কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহ ফরিদ জাহাঙ্গীর। এ ছাড়া অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন- ইউনিটের প্রধান উপদেষ্টা শেখ আতিয়ার রহমান, ইউনিয়নের জেলা সহ সভাপতি ও উপজেলা ইউনিটের উপদেষ্টা বদরুজ্জামান, ডেপুটি ইউনিট প্রধান সৈয়দ রিপানুর ইসলাম প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, সংবাদিকদের বস্তু নিষ্ঠ সংবাদ পরিবেশন করে জাতী গঠনে ভূমিকা রাখতে হবে। তিনি আরো বলেন, নওয়াপাড়া প্রেসক্লাবে বিবাদমান সমস্যা দ্রুত নিষ্পতি হবে। সংবাদের সাথে যারা জড়িত আছে তাদের প্রেসক্লাবের সদস্য করতে হবে।