শিক্ষামন্ত্রী দীপু মনি সোমবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে সংবাদ সম্মেলন করে মাধ্যমিকের ফলাফলের বিভিন্ন দিক তুলে ধরেন।
এ পরীক্ষায় এবার ৮২ দশমিক ২০ শতাংশ শিক্ষার্থী পাস করেছে, জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৫ হাজার ৫৯৪ জন।
এক নজরে ফলাফল
বোর্ড
|
পাশের হার (%)
|
জিপিএ-৫ (জন)
|
পাসের হার (%)
|
পাসের হার (%)
|
|
২০১৯
|
|
২০১৮
|
২০১৭
|
ঢাকা
|
৭৯.৬২
|
২৯৬৮৭
|
৮১.৪৮
|
৮৬.৩৯
|
রাজশাহী
|
৯১.৬৪
|
২২২৯৫
|
৮৬.০৭
|
৯০.৭০
|
কুমিল্লা
|
৮৭.১৬
|
৮৭৬৪
|
৮০.৪০
|
৫৯.০৩
|
যশোর
|
৯০.৮৮
|
৯৯৪৮
|
৭৬.৬৪
|
৮০.০৪
|
চট্টগ্রাম
|
৭৮.১১
|
৭৩৯৩
|
৭৫.৫০
|
৮৩.৯৯
|
বরিশাল
|
৭৭.৪১
|
৪১৮৯
|
৭৭.৭১
|
৭৭.২৪
|
সিলেট
|
৭০.৮৩
|
২৭৫৭
|
৭০.৪২
|
৮০.২৬
|
দিনাজপুর
|
৮৪.১০
|
৯০২৩
|
৭৭.৬২
|
৮৩.৯৮
|
মাদ্রাসা
|
৮৩.০৩
|
৬২৮৭
|
৭০.৮৯
|
৭৬.২০
|
কারিগরি
|
৭২.২৪
|
৪৭৫১
|
৭১.৯৬
|
৭৮.৬৯
|
মোট
|
৮২.২০
|
১০৫৫৯৪
|
৭৭.৭৭
|
৮০.৩৫
|
আট বোর্ডের অধীনে এসএসসিতে এবার ১৬ লাখ ৯৪ হাজার ৬৫২ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে ৮ লাখ ২০ হাজার ৯৮০ জন ছাত্র এবং ৮ লাখ ৭৩ হাজার ৬৭২ জন ছাত্রী।
পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ৬ লাখ ৭৩ হাজার ২৬২ জন ছাত্র এবং ৭ লাখ ২৯ হাজার ৮৯৫ জন ছাত্রী পাস করেছে।
এই হিসাবে ছাত্রীদের পাসের হার ৮৮ দশমিক ৮০ শতাংশ এবং ছাত্রদের পাসের হার ৮২ দশমিক ০১ শতাংশ।
অন্যদিকে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫২ হাজার ১১০ জন ছাত্র এবং ৫৩ হাজার ৪৮৪ জন ছাত্রী। এবার ছাত্রদের চেয়ে এক হাজার ৩৭৪ বেশি ছাত্রী পূর্ণাঙ্গ জিপিএ পেয়েছে।