যশোরে গৃহবধূ তুলি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

যশোরের বাঘারপাড়া উপজেলার গৃহবধু জিনিয়া ইয়াসমিন তুলি হত্যার ঘটনায় মুল পরিকল্পনাকারী স্বামী জুলফিকার সহ অন্য আসামিদের আটক ও দু’শিশু পুত্রের নিরাপত্তার দাবিতে মানববন্ধন করেছে তুলির পরিবার।

মানববন্ধনে তুলির পরিবারের সদস্যরা সহ যশোরের বিভিন্ন সামাজিক সংগঠন একত্রতা প্রকাশ করে হত্যাকারীদের বিচার দাবি করেন।

মঙ্গলবার দুপুর ১২ টায় প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধন শেষে শহরে বিক্ষোভ করে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।

মানববন্ধনে ঝিনেইদহ কালিগঞ্জ উপজেলার ঝনঝনিয়া গ্রামের মৃত নুর আলীর ছেলে তুলির পিতা শহিদুল ইসলাম বলেন, তার একমাত্র মেয়ে জিনিয়া ইয়াসমিন তুলিকে গত ১৩ এপ্রিল আমার চোখের সামনে জখম করা হয়েছে। এক ঘরে তাকে আটকে রেখে অন্য ঘরে একের পর এক ছুরির আঘাত বসানো হয় তার মেয়ের শরীরে। তিনি মেয়ের চিৎকার শুনেছি কিন্তু কিছুই করতে পারিনি। এ ঘটনায় দেবর শাহাবুদ্দিনকে পুলিশ আটক করেছে কিন্তু মুলপরিকাল্পনাকারী জামাই জুলফিকার রয়েছে ধরা ছোয়ার বাইরে। তাকে আটকেরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি। এ সুযোগে জামাই দুরে থেকে তার পরিবারকে নানা ধরনের হুমকি ধামকি দিয়ে যাচ্ছেন। শিশু আলিফ ও হামজাকে নিয়েও তারা ষড়যন্ত্র করছে। মোবাইল ফোন ও লোক মারফতে হুমকি ধামকি দিচ্ছে।

এছাড়া বিক্ষোভ মিছিলে, জুলফিকার সহ অন্য আসামিদের ফাসির দাবি জানিয়ে শ্লোগান দেওয়া হয়।