যশোরের অভয়নগর উপজেলায় অবস্থিত জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকেরা বকেয়া বেতন সহ ৯ দফা দাবিতে মিল গেট এলাকায় রাজপথে অবস্থান ধর্মঘট করছে।
পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী তারা মঙ্গলবার থেকে রাজপথে অবস্থান ধর্মঘট পালন করছে। বিকাল চারটা থেকে মিলের কয়েক হাজার শ্রমিক যশোর-খুলনা সড়কে অবস্থান নেয়। এ সময়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। মঙ্গলবার বিকালে তারা রাজপথে অবস্থান নিলে সকলপ্রকার যান বাহন চলাচল বন্ধ হয়ে যায়। ইফতারের সময় তারা শুকনো মুড়ি দিয়ে রাজপথে বসে ইফতার করে মাগরিবের নামাজ আদায় করেন। বুধবার বিকালেও তারা রাজপথে অবস্থান নেয়।
সিবিএ নেতা মোহাম্মদ আলী জানান, দীর্ঘ্য দিন বেতন ভাতা না পেয়ে আমরা মানবেতর জীবন জাপন করছি। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমারা রাজপথে থাকবো।