যশোরে ডিস লাইনের কর্মচারিকে পিটিয়ে জখম

যশোরে শরিফুল আলম (৩২) নামে এক ডিস লাইনের কর্মচারিকে পিটিয়ে ২৫ হাজার টাকা লুট করেছে সন্ত্রাসীরা। গুরুতর অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনালের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরতলী তরফ নওয়াপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

আহত শরিফুল আলম জানিয়েছেন, তিনি শেখহাটি দক্ষিণ পাড়ার ইমরান মিয়া ইমুর ডিস লাইনের ম্যানেজার। বুধবার দুপুর ১২ টার দিকে তিনি শেখহাটি অদর্শ পাড়া থেকে গ্রাহকদের বিল তুলছিলেন। এ সময় স্থানীয় সন্ত্রাসী শেখ মঞ্জুর তাকে গতিরোধ করে এলোপাতাড়ি পিটিয়ে জখম করে ২৫ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।