সড়কে ট্রাকের ধাক্কায় স্কুলছাত্র নিহত

ট্রাকের ধাক্কায় ইমতিয়াজ হোসেন (১৬) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সোমবার (১৩ মে) সকাল সাড়ে ৬টার দিকে যশোর-ঝিনাইদহ সড়কের সাতমাইল বাজারে এই দুর্ঘটনা ঘটে।

মরদেহ যশোর জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে।

নিহত ইমতিয়াজ যশোর সদরের সাতমাইল আবদুল বারী বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো। সে সাতমাইল বাজারের বাসিন্দা জুলফিকার আলীর ছেলে।

নিহতের খালাতো ভাই ইমরান বলেন, ‘আজ সকালে ইমতিয়াজ সাতমাইল বাজার এলাকায় প্রাইভেট পড়ে বাড়ি ফিরছিল। এ সময় যশোর থেকে ঝিনাইদহমুখী একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। আমরা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাই। কর্তব্যরত চিকিৎসক তখন তাকে মৃত ঘোষণা করেন।’

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক কল্লোল কুমার সাহা বলেন, ‘হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।