ঝিকরগাছা ইউনিয়ন পরিষদের ২ কোটি ১২ লাখ টাকার বাজেট ঘোষনা

ঝিকরগাছা ইউনিয়ন পরিষদে আগামী ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ২ কোটি ১২ লাখ ৩১ হাজার ৭ শত ১১ টাকার বাজেট ঘোষনা করা হয়েছে।

সোমবার ইউনিয়ন পরিষদের হলরুমে আয়োজিত উম্মুক্ত বাজেট ঘোষনা করেন ৬নং ঝিকরগাছাসদর ইউপি চেয়ারম্যান মোঃ আমির হোসেন। এবারের বাজেটে সকল ওয়ার্ডের গ্রামীণ অবকাঠামো, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন অগ্রাধিকার তালিকাভুক্ত করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব মোঃ আব্দুল আজিজ, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক শফিকুর রহমান, প্যানেল চেয়ারম্যান শহিদুল ইসলাম, লাউজানী এনএম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম সেলিম রেজা, কপোতাক্ষ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কওছার উদ্দিন ফারুকী, ইউপি সদস্য হিরামনি আক্তার, রওফুন্নেছা, আয়ুব হোসেন, ইব্রাহিম খলিল, আব্দুর রাজ্জাক, আব্দুস সালাম, তবিবর রহমান উজ্জল, আব্দুল হাই, রুহুল আমীন, লিপিকা আক্তারসহ ইউনিয়ন পরিষদের অন্তভূক্ত বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও এনজিও প্রতিনিধিগণ।

বাজেটে চলতি অর্থবছরে ভৌতঅবকাঠামো উন্নয়ন অগ্রাধিকার তালিকাভূক্তসহ ১০ শতাংশ করের সীমা বৃদ্ধি করা হয়েছে।