যশোরে ডিবি পুলিশের হাতে অস্ত্র গুলি ও ইয়বাসহ দুই যুবক আটক

ডিবি পুলিশ অস্ত্র গুলি মাদকসহ দুই যশোরের শার্শা সীমান্তের বেনাপোল থেকে দুই যুবককে আটক করেছে। আটককৃতরা হচ্ছে, বেনাপোল ভবের বেড় গ্রামের মৃত ফরিদ মাস্টারের ছেলে আব্দুল করিম মাস্টার ওরফে মাস্টার (৪০) ও রাজনগর গ্রামের মৃত গোলাম মোস্তফার ছেলে হাসানুজ্জামান হাসান (৩৪)।

ডিবি পুলিশের ওসি মারুফ আহমেদের নেতৃত্বে এস আই শামিম, এএসআই মহসিন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে বেনাপোল কাস্টমস হাউজের সামনে থেকে দুই জনকে আটক করে। এসময় তাদের কাছ থেকে একটি ওয়ান সুটারগান, এক রাউন্ড গুলি ও ১শ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭ টার দিকে আটককৃত যুবকদ্বয় বেনাপোল কাস্টমস হাউজের সামনে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করছিল। আটককৃতদের বিরুদ্ধে পোর্ট থানায় পৃথক দুটি মামলা হয়েছে।