যশোরের শার্শায় সাংবাদিক জামাল হত্যা মামলা ও গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি রাজু মল্লিক (৪২) কে ২০ বোতল ফেনসিডিলসহ আটক করেছে শার্শা থানা পুলিশ।
সোমবার (২৭ মে) রাত সাড়ে ১০টার দিকে কাশিপুর বাজারের পাকারাস্তা সংলগ্ন মুকুলের দোকানের সামনে থেকে তাকে আটক করা হয়। আটক রাজু মল্লিক উপজেলার কাশিপুর গ্রামের মৃত শমসের মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতারী পরোয়ানাভূক্ত ও সাংবাদিক জামাল হত্যা মামলার অন্যতম আসামি রাজু মল্লিক কাশিপুর বাজারে মুকুলের দোকানের সামনে ফেনসিডিল বেচাকেনা করছে। এমন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে রাজু মল্লিককে ২০বোতল ফেনসিডিলসহ আটক করে।
এ ব্যাপারে শার্শা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাবুল আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ২০ বোতল ফেনসিডিলসহ গ্রেফতারী পরোয়ানাভূক্ত ও সাংবাদিক জামাল হত্যা মামলার অন্যতম আসামি রাজু মল্লিককে আটক করা হয়েছে। সে একজন বিখ্যাত মাদক সম্রাট। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ ১০টি মামলা রুজু রয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করে আজ মঙ্গলবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।