ঈদযাত্রা নিয়ে শঙ্কা কেটে গেছে: কাদের

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মহাসড়কে ঈদযাত্রা নিয়ে কোনো শঙ্কা নেই। শঙ্কা, উদ্বেগ ও আশঙ্কা যা ছিল তা কেটে গেছে। রাস্তায় সমস্যা নেই, সমস্যা শুধু যানবাহনের শৃঙ্খলায়। শৃঙ্খলা থাকলে যানজট হবে না।

বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তরের সদর কার্যালয়ে ‘ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ ঈদযাত্রা নিশ্চিতকল্পে করণীয়’ শীর্ষক প্রস্তুতি সভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন।

তিনি বলেন, এবার শুধু বিমানবন্দর থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত রাস্তা ভাঙাচোরা। এ ছাড়া দেশের কোথাও মহাসড়কে সমস্যা নেই। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মেঘনা-গোমতী সেতু খুলে দেওয়ার পর এখন মানুষ সাড়ে তিন থেকে চার ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রাম যেতে পারছে। ঢাকা-উত্তরবঙ্গের পথেও পুরনো সমস্যা নেই।

ওবায়দুল কাদের বলেন, বিমানবন্দর থেকে গাজীপুর অংশে যানচলাচল স্বাভাবিক রাখতে ৩০০ স্বেচ্ছাসেবক নিয়োগে গাজীপুরের মেয়রকে অনুরোধ করা হয়েছে। মন্ত্রী স্বীকার করেন, বিমানবন্দর থেকে চৌরাস্তা অংশে যাত্রীদের অসুবিধা হবে। বাকি কোথাও ভুগতে হবে না। সমস্যা রয়েছে উত্তরবঙ্গের যাত্রীদের রাজধানী ছাড়ার একমাত্র পথ গাবতলী সেতুতেও। পুরনো এ সেতুটি অপ্রশস্ত হওয়ায় যানজট লেগেই থাকে। ওবায়দুল কাদের বলেন, গাবতলীতে নতুন সেতু নির্মাণ জরুরি হয়ে পড়েছে। আরও আগেই তা নির্মাণ করা উচিত ছিল। তিনি সওজের কর্মকর্তাদের কাছে জানতে চান, নতুন সেতু নির্মাণে কত ব্যয় হবে। কর্মকর্তারা জানান, ৪০০ কোটি টাকা। পরে মন্ত্রী বলেন, এ টাকার জন্য বসে থাকতে পারি না।

ওবায়দুল কাদের আবারও হুঁশিয়ারি দেন যে, ঈদযাত্রায় লক্কড়ঝক্কড় গাড়ি নামালে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। অতিরিক্ত ভাড়া নিলেও শাস্তি পেতে হবে। তিনি বলেন, ঈদের আগে ও পরে ১৩ দিন ২৪ ঘণ্টা সিএনজি স্টেশন খোলা থাকবে। এলএনজি প্রযুক্তি আসার পর সিএনজি রেশনিং করার প্রয়োজন নেই বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের বিষয়ে দলটির নেতাদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অহেতুক রাজনীতি করবেন না। বিএনপি নেতাকর্মীদের চাঙ্গা করতে বিভিন্ন কথা বলে আসছে। তারা আন্দোলনের কথা বলে। তা শুধু শুনি, কিন্তু দেখিনি।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন সচিব নজরুল ইসলাম, সওজের প্রধান প্রকৌশলী ইবনে আলম হাসানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।