যশোর সরকারি এম এম কলেজের স্বেচ্ছাসেবী সংগঠন ‘আহবানে’র আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের ঈদ উপহার বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১১টায় কালেক্টরেট নিয়াজ পার্কে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম-মহাসচিব সাকিরুল কবীর রিটন, যশোর জেলা ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনিরুজ্জামান মুনির, মুক্তিযোদ্ধা আফজাল হোসেন দোদুল, প্রথম আলোর জেলা প্রতিনিধি মনিরুল ইসলাম, অ্যাডভোকেট তাহমিদ আকাশ ও মুক্তিযোদ্ধা লাইব্রেরীর সভাপতি নিশাদ শোভা।
আয়োজক সংগঠনের সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে বক্তব্য রাখেন আহবানের কেন্দ্রীয় সভাপতি খানজাহান আলী শান্ত ও অনুষ্ঠান বিষয়ক সম্পাদক রুহুল আমিন।
এ সময় অতিথিবৃন্দ ৫৫ জন সুবিধা বঞ্চিত শিশুর হাতে ঈদ উপহার হিসেবে নতুন পোশাক তুলে দেন।