ট্রেনের টিকিট না থাকায় জরিমানা দিলেন পুলিশ, প্রভাষকসহ ৭জন

বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করার অপরাধে ভ্রাম্যমান আদালত ৭ জনকে জরিমানা করেছেন। বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণাায়য়ের উপসচিব আলতাফ হোসেন শেখ ও যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্টেট জামশেদুল আলম শুক্রবার যশোর রেলষ্টেশনে বেলা ৩টা থেকে ৫টা পযন্ত এ অভিযান চালিয়ে জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন সাংবাদিকদের বলেন, আজ রেলওয়ে মন্ত্রণালয়ের উপ সচিব আলতাফ হোসেন শেখ ও যশোর জেলা প্রশসনের নির্বাহী ম্যাজিস্টেট জামশেদুল আলম সমন্বয়ে যশোর রেলস্টেশনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দুই ঘন্টার সাগরদাঁড়ি আফ ও ডাউন, কমিউনিটি ও মোট তিনটি ট্রেনের যাত্রীদের টিকিট চেক করা হয়। এসময় যাত্রীদের ৭জন যাত্রীর কাছে টিকিট না থাকার অপরাধে ১৮৯০ সালের রেল ওয়ে আইনের ১১২ ধারায় প্রত্যেককে একশ’টাকা করে জরিমানা করে তা আদায় করেছেন।

বিনা টিকিটে ট্রেন ভ্রমণে মধ্যে যশোরে আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজের প্রভাষক আব্দুল আহম্মেদ, বিশেষ বাহিনীর সদস্য, জেল পুলিশ ও ব্যবসায়ী ছিলেন।

নির্বাহী ম্যাজিস্টেট জামশেদুল আলম বলেন, যশোর রেলস্টেশন এলাকায় ইজিবাইক চালকদের কাছ থেকে টাকা তোলার অভিযোগে একজনকে আটক করা হয়। এসময় স্থানীয়দের আবেদনের প্রেক্ষিতে তাকে সতর্ক করে মুছলেকায় ছেড়ে দেয়া হয়েছে। এছাড়া যত্রতত্র ইজিবাইক, রিকসা ভ্যান চালকদের সতকিকরণ ও নির্দেশনা দেওয়া হয়।

ভ্রম্যামান আদালতরে অভিযানকালে সহকারি ষ্টেশন মাস্টার সাইদুজ্জামান ও জিআরপি পুলিশ ফাড়ির ইনচার্জ এসআই তারিকুল ইসলাম উপস্থিত ছিলেন।