লন্ডনের একটি মসজিদে অবস্থানরত নামাজিদের হামলার চেষ্টা চালিয়েছে এক অজ্ঞাত ব্যক্তি। ৩৮ বছর বয়সী ওই ব্যক্তি হাতুরি দিয়ে হামালার চেষ্টা চালায়। খবর ইন্ডিপেনডেন্টের।
তবে এতে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ওয়েস্ট লন্ডনের সাউথালের হেইস রোডে অবস্থিত মসজিদে এ ঘটনা ঘটেছে। এ সময় নামাজিরা ওই ব্যক্তিকে আটক করেন।
মেট্রোপলিটন পুলিশ জানায়, ৩৮ বছর বয়সী এক ব্যক্তি হামলার চেষ্টা চালায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই নামাজিরা তাকে আটক করেন। দেশটির পুলিশ গ্রেপ্তারের পর ওই ব্যক্তিকে ওয়েস্ট লন্ডন থানা হেফাজতে রেখেছে। এ ঘটনার তদন্ত করা হচ্ছে বলে খবরে বলা হয়েছে।