ভারতের রাজধানী নয়াদিল্লির পাশবর্তী ফরিদাবাদ এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার সকালে এ ঘটনায় একই পরিবারের তিন সদস্য নিহত হয়েছেন। খবর এনডিটিভির।
খবরে বলা হয়, ফরিদাবাদের দুবুয়া কলোনি এলাকার একটি কাপড়ের দোকান থেকে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। এরপর পাশের স্কুল ভবনেও আগুন ছড়িয়ে পড়ে। তবে গ্রীষ্মকালীন ছুটি থাকার কারণে বড় ধরণের প্রাণহানির ঘটনা ঘটেনি।
অগ্নিকাণ্ডে নিহত তিনজনের একজন হলেন ওই স্কুলের শিক্ষক। আর অপর দুইজন তার সন্তান। স্কুলটিতে গ্রীষ্মের ছুটি চলছিলো। তবে ওই শিক্ষকের পরিবার সেখানেই থাকতেন।আগুনের সময় ধোঁয়ায় দমবন্ধ হয়ে মারা যান তারা।
এ ঘটনার কয়েক দিন আগেই গুজরাটের সুরাটে একটি কোচিং সেন্টারে আগুন লেগে ২২ ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবারের এ অগ্নিকাণ্ডে সুরাটের মতো দেরিতে আসার অভিযোগ ওঠেছে ফায়ার সার্ভিসের বিরুদ্ধে। স্থানীয়দের দাবি খবর পাওয়ার পরও দমকল বাহিনী অনেকটা দেরি করে ঘটনাস্থলে এসেছে। নিহত ৩ জন ছাড়াও আরও বেশ কয়েকজন আহত হয়েছেন এই ঘটনায়।
অন্যদিকে আহতদের উদ্ধার করতে গিয়ে ধোঁয়ায় দু’জন অসুস্থ হয়ে পড়েন। তাদেরও চিকিৎসা চলছে।
এদিকে পৃথক অগ্নিকাণ্ডের কারণে শনিবার দুপুর থেকে বেশ কিছুটা সময়ের জন্য গোয়া বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।