বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে গ্রুপ পর্বে অবশিষ্ট ৬ ম্যাচের পাঁচটিতে জয় পেতে হবে বাংলাদেশের। এ রকম কঠিন সমীকরণ সামনে নিয়ে আগামীকাল শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে টাইগাররা। ইংল্যান্ডের ব্রিস্টলে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার বিকাল সাড়ে ৩টায়।
এমনিতেই টাইগারদের কাছে খুবই পরিচিত একটি দল শ্রীলঙ্কা। দলটির বেশিরভাগ ক্রিকেটার সম্পর্কে টাইগারদের জানা-শোনা বেশ ভালো। তবে লঙ্কানদের এই দলটি প্রতিপক্ষের জন্য তেমন ভয়ংকর নয়। সর্বশেষ এশিয়া কাপে লঙ্কানদের বড় ব্যবধানে হারিয়েছিল টাইগাররা। তাছাড়া লঙ্কানরা বিশ্বকাপও শুরু করেছে বড় হার দিয়ে। তারপরও প্রতিপক্ষকে দুর্বল করে দেখার সুযোগ নেই। এজন্য নিজেদের ঝালিয়ে নিতে সোমবার অনুশীলন করেছেন সাকিব-মাশরাফিরা।